রাজ্য ফুটবল সংস্থা নিয়ামক সংস্থা আইএফএ কর্তৃক প্রকাশিত ভারতের একমাত্র মাসিক ফুটবল পত্রিকা কিক্-অফ। কলকাতা ফুটবলের প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৯৯ সালে এই পত্রিকার আত্মপ্রকাশ। প্রায় ২৪ বছর ধরে নিরলস প্রচেষ্টায় কলকাতা ময়দান ও জেলার ফুটবলের অগ্রগতি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে চলেছে এই পত্রিকা। দৈনিক সংবাদপত্র বা বৈদ্যুতিন মাধ্যমে যে খবরগুলো গুরুত্ব পায়না, তাও গুরুত্বসহকারে প্রচারের দায়িত্ব এই পত্রিকার। আই.এফ.এ (I.F.A)-র বিভিন্ন প্রয়াস সম্পর্কে প্রতিবেদনের পাশাপাশি কিক্-অফ পত্রিকায় উঠে এসেছে বাংলার প্রত্যন্ত অঞ্চলের ফুটবলের খবর, ফুটবলারদের খবর। এই পত্রিকার প্রশংসায় চিঠি পাঠিয়েছিলেন ফিফার প্রাক্তন সভাপতি শেপ ব্লাটারও। ১৯৯৯ সালে এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সৌম্যজিৎ ভৌমিক। পরবর্তী কালে প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি, শান্ত মিত্র ও মানস ভট্টাচার্য এই পত্রিকার সম্পাদকের গুরুভার বহন করে এসেছেন। বর্তমানে সম্পাদনার দায়িত্বে রয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। আহ্বায়ক পূর্ণেন্দু চক্রবর্তী।
কলকাতা ফুটবলের পাশাপাশি বিশ্ব ফুটবলের নানান খবর উঠে এসেছে এই পত্রিকার পাতায়। বিশ্বকাপ থেকে ইউরো কাপ, কোপা আমেরিকা সবই স্থান পেয়েছে সেখানে। প্রাক্তন থেকে বর্তমান ফুটবলারদের সাক্ষাৎকার, বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের ফুটবল নিয়ে চিন্তা-ভাবনা ধরা পড়েছে এই পত্রিকার পাতায়। এই পত্রিকার শারদ সংখ্যায় কলম ধরেছেন বাংলা সাহিত্যের বিভিন্ন দিকপাল সাহিত্যিকরা। এভাবেই গত ২৫ বছর ধরে কিক্-অফ কলকাতা তথা বাংলার ফুটবলের খবরাখবর অক্লান্তভাবে পৌঁছে দিয়েছে পাঠকের কাছে।
Powered by Froala Editor