Search

Suggested keywords:

এ আই এফ এফ ও আইএফএর যৌথ উদ্যোগ

এ আই এফ এফ ও আইএফএর যৌথ উদ্যোগ

ফিফা এ আই এফ এফ ভুবনেশ্বর স্থিত  ফুটবল অ্যাকাডেমির অনূর্ধ্ব -১৩ ও অনূর্ধ্ব -১৫ বিভাগের পুরুষ ও মহিলা ফুটবলারের জন্য বাংলা থেকে প্রতিভার খোঁজে ট্রায়াল এর আয়োজন করা হচ্ছে। মূলত কলকাতা , উত্তর ২৪ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলী এই পাঁচটি জেলার ফুটবলারদের এই ট্রায়ালে যোগ দিতে আহ্বান জানানো হচ্ছে।  এ আই এফ এফ ও আইএফএ র স্কাউটাররা এই প্রতিভা চয়ন করবেন। ফুটবলারদের নাম নথিভুক্ত করার জন্য খুব শীঘ্রই এ আই এফ এফ তাঁদের লিংক শেয়ার করবে।

বাংলার ফুটবলারদের ফিফা অ্যাকাডেমিতে  তুলে আনার লক্ষ্যে এ আই এফ  এফ ও আইএফএর একটি পাইলট প্রজেক্ট ।

এরই পাশাপাশি বাংলা থেকে অনধিক একশ জন স্কাউটার নিয়ে একটি অনলাইন ওয়ার্কশপ করার উদ্যোগ নিয়েছে এ আই এফ এফ ও আইএফএ।  প্রতিভা চয়নের ক্ষেত্রে পারদর্শিতা গড়ে তোলাই এই ওয়ার্কশপের লক্ষ্য।


আপনারা এই লিঙ্কে গিয়ে আবেদন জানাতে পারেন https://ifawb.in/application/coaches.php 


Powered by Froala Editor