গোলের বন্যা বাংলার ছেলেদের। সাব-জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় গ্রুপ লিগে নিজেদের প্রথম ম্যাচে শনিবার বেঙ্গালুরু স্টেডিয়ামে উত্তরপ্রদেশকে ১২-০ গোলের ব্যবধানে পরাজিত করল বাংলা। বাংলার পক্ষে চাঁদ ক্ষেত্রপাল পাঁচটি, অংশু রাই চারটি, সঞ্জয় বিশ্বাস, অনিকেত শর ও অয়ন করণ গোল করেন। দলের খেলায় খুশি বাংলার কোচ সুকান্ত বসু। তিনি জানান, ‘প্রথম দিন ছেলেরা ভালো ফুটবল খেলেছে। আশা করছি পরবর্তী ম্যাচগুলিতেও একই রকমভাবে ভালো খেলবে। সেমিফাইনালে ওঠাই প্রাথমিক লক্ষ্য। এখান থেকে ট্রফি বাংলায় নিয়ে যেতে চাই।’
বাংলার পরবর্তী ম্যাচ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর মহারাষ্ট্রের বিরুদ্ধে।
Powered by Froala Editor