প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মূল্যবান তিন পয়েন্ট পেল ইস্টার্ন রেল স্পোর্টস ক্লাব। সোমবার কল্যানী স্টেডিয়ামে তারা ক্যালকাটা কাস্টমস কে ১-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধের ২৭ মিনিটে পেনাল্টির থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইস্টার্ন রেলের স্বরূপ সরকার। দ্বিতীয়ার্ধে ক্যালকাটা কাস্টমস গোলের সুযোগ পেলেও সমতা ফেরাতে পারেনি। খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইস্টার্ন রেলের নাসিরউদ্দিন মোল্লা।
অন্য দিকে নৈহাটি স্টেডিয়ামে আসোস রেনবো এসি ও কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের খেলাটি ১-১ গোলে ড্র হয়। রেনবোর পক্ষে রাইহান সিং গোল করে দলকে এগিয়ে দেন। খেলার শেষ মুহূর্তে কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন এর মিঙ্গা গোল শোধ করে দলকে সমতায় ফেরান।
তৃতীয় ডিভিশনে বড় জয় টাউনের
সোমবার তৃতীয় ডিভিশনের খেলায় আরিয়াদহ স্পোর্টিং ক্লাবের মাঠে টাউন ক্লাব ৪-১ গোলে হারিয়েছে বাতোর স্পোর্টিং ক্লাবকে। টাউন ক্লাবের হয়ে বিরশা মুন্ডা জোড়া গোল করেন,কুন্তল বাগ ও অঙ্কিত মজুমদার। বাতোরের হয়ে একমাত্র গোলটি করেন অয়ন শেখ। বিধাননগর টু মাঠে বার্ণপুর ইউনাইটেড ও জেফা যাদবপুর অ্যাসোসিয়েশনের খেলাটি ২-২ গোলে শেষ হয়। বার্ণপুরের হয়ে পল্লব সুর ও গোপাল বাউরি। গয়েশপুরে বালি প্রতিভা ক্লাব ১-০ গোলে বাটা এস সি কে হারায়। বালির হয়ে একমাত্র গোলটি অরিন্দম দাসের। পায়রাডাঙ্গায় শ্যামবাজার ইউনাইটেড ক্লাব কে ২-০ গোলে হারালো ওয়েস্টবেঙ্গল অ্যাসোসিয়েশন অব দ্যা ডেফ। বিজয়ী দলের পক্ষে গোল করেন আদিত্য হালদার ও সুরজিৎ করণ।
এইচ বি মাঠে সোনালী শিবির অঙ্কিত দাসের আত্মঘাতী গোলে ১-০ গোলে বেহালা ইউথ অ্যাসোসিয়েশন কে হারিয়েছে।
Powered by Froala Editor