Search

Suggested keywords:

জিতল এয়ারলাইন্স ক্লাব ও বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি

জিতল এয়ারলাইন্স ক্লাব ও বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি

কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলায় শনিবার মাকড়দহ মাঠে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব ২-০ গোলে মিলন বীথিকে হারায়। এয়ারলাইন্সের হয়ে গোল করেন তিতাস মান্না ও মহম্মদ ওসিহিম আলি। 

এই ডিভিশনেরই অন্য খেলায় কাঁকিনাড়া নারায়ণপুর ইউনাইটেড মাঠে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি ১-০ গোলে হারায় বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবকে। বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির পক্ষে জয়সূচক গোলটি করেন সোমনাথ হেমব্রম। 

 

জিতল সিঁথি রাসবিহারী এবিএম ও কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়ন

কলকাতা ফুটবল লিগের চতুর্থ ডিভিশনের খেলায় টাউন মাঠে সিঁথি রাসবিহারী এবিএম ২-১ গোলে হারাল ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাবকে।  বিজয়ী দলের পক্ষে রনিত সাহা ও সৌভিক মালিক গোল করেন। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেডের পক্ষে গোল করেন আকাশ মণ্ডল।

বিজি প্রেস মাঠে কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়ন ৩-২ গোলে কসবা সেন্ট্রাল ক্লাবকে হারিয়েছে। 

ওয়াইএমসি-এ মাঠে গোয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ও অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের খেলাটি ১-১ গোল অমীমাংসিতভাবে  শেষ হয়। গোয়ানের হয়ে গোল করেন মহম্মদ কাইফ। অন্যদিকে অরোরার গোলটি শুভজিত দাসের। 

তালতলা মাঠে পেয়ারাবাগান এফসি ও চৈতালি সংঘের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। 

 

 

 

Powered by Froala Editor