আন্ত জেলা অনূর্ধ্ব চোদ্দ ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বের খেলা শুরু হল। গ্রুপ এ র খেলায় পূর্ব মেদিনীপুর এর হলদিয়ায় দুর্গাচক স্টেডিয়ামে মেদিনীপুর ৬ -২ গোলে বাঁকুড়া কে হারায়।
অন্য দিকে গ্রুপ বি এর খেলায় জলপাইগুড়ির সাই কমপ্লেক্স এ বিশ্ববাংলা স্টেডিয়ামে কোচবিহার ৬ -৩ গোলে কালিম্পং কে হারায়।
Powered by Froala Editor