তৃতীয় ডিভিশনের খেলায় ওয়াই এম সি এ মাঠে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব ৩-১গোলে হারালো বাতোর এস সিকে। বিজয়ী দলের পক্ষে তুষার ঘোষ অঙ্কন চন্দ ও অভয় ফাদিকার গোল করেন। বাতোরের গোলটি অয়ন সর্দারের।
আরিয়াদহ মাঠে মনোহরপুকুর মিলন সমিতি ও কাশিপুর সরস্বতী ক্লাবের খেলাটি গোলশূন্য শেষ হয়।
তালতলা মাঠে ট্যাংরা এফসি ১-০ গোলে কালীঘাট ক্লাবকে হারায়। ট্যাংরার হয়ে গোল করেন গিলবার্ট।
টাউন মাঠে টাউন ক্লাব ও ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব দ্যা ডেফ এর খেলাটি ২-২ গোলে ড্র হয়। টাউনের হয়ে ফুলচাঁদ রায় ও আদিত্য শেঠ গোল করেন। ডেফ এর রোহিত দাস জোড়াগোল করেন।
দেশবন্ধু পার্কে বেহালা ইউথ অ্যাসোসিয়েশন ১-০ বাটা এস সি কে হারিয়েছে। বেহালার পক্ষে গোল করেন মেহেদি হাসান।
নয়াবাদ তিহুরা মাঠে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন ১-০ গোলে বালি প্রতিভা ক্লাব কে হারিয়েছে। একমাত্র গোলটি সৌমিত্র সর্দারের।
Powered by Froala Editor