দ্বিতীয় ডিভিশনের খেলায় গয়েশপুর মাঠে মৌরী এসসি ৩-১ গোলে জোড়াবাগান ক্লাব কে হারায়। মৌরীর হয়ে আবু রায়হান মোল্লা দুটি ও আজহার উদ্দিন মন্ডল গোল করেন। জোড়াবাগানের গোলটি রুদ্রদীপ মজুমদারের।
আরিয়াদহ মাঠে ইউনাইটেড স্টুডেন্টস ও জানবাজার এসির খেলাটি ১-১ ড্র হয়। ইউনাইটেডের আনামুল হক ও জানবাজারের গোলটি করেন সৌরভ বিশ্বাস।
ওয়াই এম সি এ মাঠে রামকৃষ্ণ এস সি ১-০ গোলে রাজস্থান ক্লাব কে হারায়। একমাত্র গোলটি করেন লব হাঁসদা।
টাউন মাঠে কোল ইন্ডিয়া এস পি এ ১-০ গোলে হারালো ভিক্টোরিয়া এস সি কে। খেলার একমাত্র গোলটি সুজিত দাসের।
তিহুরিয়া মাঠে সোনারপুর ওয়াই এম এস এ ৩-০ গোলে হারিয়েছে তালতলা ইনস্টিটিউট কে। সোনারপুরের গোলগুলো করেন রাকেশ মালি,তুহিন দাস ও আমিরুল মোল্লা।
বিধাননগর মাঠে বিধাননগর এম এস এ ও নর্থ এন্টালি ইউ টি এস এর খেলাটি গোলশূন্য শেষ হয়।
Powered by Froala Editor