Search

Suggested keywords:

দুরন্ত জয় ইস্টবেঙ্গলের ও ভবানীপুরের বড় জয়

দুরন্ত জয় ইস্টবেঙ্গলের ও ভবানীপুরের বড় জয়

জয়ের দৌড় অব্যাহত ইস্টবেঙ্গলের। শনিবার ঘরের মাঠে প্রিমিয়ার ডিভিশনের খেলায় ইস্টবেঙ্গল ৪-০ গোলে হারালো কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন কে। লাল হলুদের হয়ে গোল করেন বন্সপাল এডউইন দুটি, আজাদ সাহিম ও জেসিন টিকে। এই জয়ের ফলে নিজেদের অবস্থান আরও মজবুত করল ইস্টবেঙ্গল।

বড় ব্যবধানে জয় পেল ভবানীপুর ক্লাব। শনিবার প্রিমিয়ার ডিভিশনের খেলায়  বারাকপুর স্টেডিয়ামে ৪-০  গোলে হারালো ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস ক্লাব কে। বিজয়ী দলের পক্ষে গোল করেন রিজওয়ান সৌকন্থ, মদন মান্ডি,দীপ সাহা ও বাসুদেব মান্ডি।  অন্য দিকে উলুবেড়িয়া স্টেডিয়ামে পুলিশ এসি ও ক্যালকাটা কাস্টমসের খেলাটি ১-১ গোলে ড্র হয়। পুলিশের হয়ে বনিসন ও কাস্টমসের হয়ে আমন রশিদ গোল করেন। চুঁচুড়া  মাঠে টালিগঞ্জ অগ্রগামী ও আসোস রেনবো এসির খেলাটি ১-১ গোলে ড্র হয়। টালিগঞ্জের পক্ষে গোল করেন অভিনব বাগ ও রেইনবোর গোলটি রাজন বর্মনের।


Powered by Froala Editor