প্রস্তুতি শুরু হয়েছিল আগেই। অবশেষে বাস্তবায়িত হল আইএফএ রেফারি অ্যাকাডেমির। রবিবার আইএফএ অফিসে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার মাধ্যমে শুরু হয়ে গেল এই অ্যাকাডেমির পথ চলা। প্রত্যেক শনি ও রবিবার এই অ্যাকাডেমি তে ক্লাস নেবেন বিশিষ্ট রেফারিরা। এই পথ চলা শুরুর মুহূর্তে সাক্ষী রইলেন আইএফএর যুগ্ম সহ সচিব মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, কলকাতা রেফারি সংস্থার সভাপতি ভোলানাথ দত্ত, প্রদীপ নাগ, সুব্রত সরকার, সুপ্রিয় ভট্টাচার্য, দেবাশীষ মিশ্র , অনামিকা সেনের মতো রেফারিরা।
Powered by Froala Editor