Search

Suggested keywords:

ময়দানের মাঠকর্মী দের শারদ উপহার আইএফএর

ময়দানের মাঠকর্মী দের শারদ উপহার আইএফএর

শনিবার বিকেলে এক অন্যরকম অনুষ্ঠান হয়ে গেল আইএফএ অফিসে। যারা বছরভর মাঠ পরিচর্যা করেন , কলকাতা ফুটবল লিগ কে মসৃণ ভাবে চালাতে সাহায্য করেন, ময়দানের সেই মাঠ কর্মীদের হাতে উৎসবের শুভেচ্ছা সহ শারদ উপহার হিসেবে টি শার্ট, মিষ্টি ও নগদ অর্থ তুলে দেওয়া হলো। ময়দানের বিভিন্ন ক্লাবের ঊনত্রিশ জন মাঠ কর্মীর হাতে এই উপহার তুলে দেওয়া হয়। আইএফএর দেওয়া এই উপহার পেয়ে আপ্লুত মাঠ কর্মীরাও। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, এই মাঠ কর্মীরা না থাকলে কলকাতা ফুটবল লিগ করা সম্ভব হত না। তাঁদের কাজের স্বীকৃতি হিসেবেই এই উপহার তুলে দেওয়া।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, বিশ্বজিৎ ভাদুড়ী ও এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, মানভূম জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পার্থ মুখোপাধ্যায়, আইএফএর প্রাক্তন সহ সচিব স্বপন বসু ও পঞ্চানন দত্ত।

Powered by Froala Editor