Search

Suggested keywords:

রেফারিদের জন্য বিশেষ উদ্যোগ আইএফএর

রেফারিদের  জন্য বিশেষ উদ্যোগ আইএফএর

রেফারিদের জন্য বিশেষ উদ্যোগ আইএফএর। আসন্ন কলকাতা ফুটবল লিগের আগে রেফারিদের জন্য বিশেষ উদ্যোগ নিল আইএফএ।  আগামী ১ এবং ২ মে কলকাতা ফুটবল লিগের খেলা পরিচালনা করবেন যে সমস্ত রেফারি, তাদের জন্য এক রিফ্রেস কোর্সের আয়োজন করা হয়েছে। এই কোর্সের পরিচালনার দায়িত্বে থাকবেন এ আই এফ এফ এর চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেল ও ন্যাশনাল রেফারি ম্যানেজার রাহুল গুপ্তা।


Powered by Froala Editor