Search

Suggested keywords:

চতুর্থ ডিভিশনে জিতল উত্তরপাড়া স্পোর্টিং ও রাখি সংঘ

চতুর্থ ডিভিশনে জিতল উত্তরপাড়া স্পোর্টিং ও রাখি সংঘ

শুরু  হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লিগের চতুর্থ ডিভিশনের খেলা। তালতলা মাঠে উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব ২ -০ গোলে  মৈত্রী সংঘ কে পরাজিত করে। সল্টলেকের এইচ বি ব্লক  মাঠে যাদবপুর  অগ্রগামী ও বেনিয়াপুকর ইনস্টিটিউটের মধ্যে খেলাটি ১ -১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। অন্য দিকে টাউন মাঠে রাখী সংঘ ২ -১ ইন্টারন্যাশনাল ক্লাবকে  হারায়।

Powered by Froala Editor