পঞ্চম ডিভিশনের খেলায় ওয়াই এম সি এ মাঠে আই বি এসি ২-০ গোলে হারালো বালিগঞ্জ ইনস্টিটিউট কে। বিজয়ী দলের পক্ষে আদিত্য রায় ও সুরজ ওরাও গোল করেন।
টাউন মাঠে ক্যালকাটা ইউনাইটেড ক্লাব ২-১ গোলে হারালো ফেডারেশন ক্লাব কে। ক্যালকাটা ইউনাইটেডের হয়ে তুহিন সরকার ও স্নেহাশীষ দাস গোল করেন। ফেডারেশনের একমাত্র গোলটি করেন অনীক টুডু।
তালতলা মাঠে তপন মেমোরিয়াল ক্লাব ৪-২ গোলে হারালো মেই কং এক্স স্টুডেন্টস কে। তপন মেমোরিয়ালের হয়ে জোড়া গোল করেন শেখ আরিয়ান। অন্য দুটি গোল করেন ত্রিদীপ দাস ও কৌস্তুভ প্রামাণিক। মেকংয়ের পক্ষে শান্তনু বাগ ও অসীম সামন্ত গোল করেন।
কাস্টমস মাঠে ক্যালকাটা পার্সি ক্লাব ও যুগশান্তি এসসির খেলাটি পরিত্যক্ত হয়।
Powered by Froala Editor