কলকাতা ফুটবল লিগের চতুর্থ ডিভিশনের ম্যাচে শুক্রবার ক্যালকাটা ইউনিভার্সিটি মাঠে পেয়ারাবাগান এফ সি সি ১-০ গোলে কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়েছে। একমাত্র গোলটি জয় মল্লিকের। তালতলা মাঠে কসবা সেন্ট্রাল ক্লাব ও বরানগর শিবশংকর এসসি’র খেলাটি ২-২ গোলে ড্র হয়। শিবশংকরের পক্ষে সুজয় বিশ্বাস ও রাজদীপ ক্ষেত্রপাল এবং কসবার পক্ষে সোমনাথ বিশ্বাস ও অয়ন মাজিত গোল করেন। পুলিশ মাঠে আড়িয়াদহ এস সি চৈতালি সংঘকে ১-০ গোলে হারিয়েছে। একমাত্র গোলটি দীপ দাসের। গ্রিয়ার মাঠে ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব ৩–০ গোলে সেন্ট্রাল ক্যালকাটা এস সি’কে হারায়। রেঞ্জার্সের হয়ে স্বর্ণদীপ বিশ্বাস জোড়া গোল করেন। অন্য গোলটি প্রণব সরকারের।
পঞ্চম ডিভিশন গ্রুপ-এ’র খেলায় ওয়াইএমসি’-এর মাঠে কালীঘাট মিলনী ক্লাব ২-০ গোলে বালিগঞ্জ ইনস্টিটিউটকে হারায়। কালীঘাটের পক্ষে অর্পিত অস্টিন, শুধব্রত পাণ্ডে গোল করেন। বি জি প্রেস মাঠে আই বি এসি ২-১ গোলে হাওড়া টাউন ক্লাবকে হারায়। আইবি এসি’র পক্ষে অরিক সাহা ও শুভ্রনীল দে এবং হাওড়া টাউনের পক্ষে আদ্রিত পাল গোল করেন। টাউন মাঠে গার্ডেনরিচ এসি সাউথ ফ্লোক কে ২-০ গোলে হারায়। গোল করেছেন শুভজিত মণ্ডল ও সুরক মালিক। রেঞ্জার্স মাঠে দর্জিপাড়া এম এস ও ক্যালকাটা এসি’র খেলাটি ১-১ গোলে শেষ হয়। দর্জিপাড়ার সুজয় রায় ও ক্যালকাটা এসি’র অর্পণ পাখিরা গোল করেন।
Powered by Froala Editor