আবার ভারত সেরা বাংলা। সোমবার ছত্তিশগড়ের নারায়নপুর রামকৃষ্ণ মিশন মাঠে ফাইনালে বাংলা ২-০ গোলে হারালো ওড়িশা কে। বাংলার শুভদীপ সর্দার জোড়া গোল করেন।
প্রথমার্ধে এক গোলে এগিয়ে ছিল বাংলা। দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়ায় তারা।
কোচ ফাল্গুনী দত্তের প্রশিক্ষনাধীন বাংলা প্রথম খেলা থেকেই দুরন্ত ফুটবল খেলতে থাকে। গ্রুপ লিগে তারা তিনটি ম্যাচেই টানা জিতে তারা সেমিফাইনালে পৌঁছয়। সেমিফাইনালে দিল্লিকে হারিয়ে অবশেষে ফাইনালে। সোমবার ওড়িশার বিরুদ্ধে জয় দিয়ে সাফল্যের বৃত্তটা সর্ম্পূণ করলো বাংলার ছেলেরা।
Powered by Froala Editor