ডার্বির সকলেই ইন্দ্রপতন ময়দানে। চলে গেলেন বর্ষীয়ান ক্রীড়া সংগঠক ইন্দ্রনাথ দে। বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ তিন দশকের বেশি সময় তিনি হাওড়া ইউনিয়ন ক্লাবের সচিব পদে আসীন ছিলেন। ১৯৭০ এ তিনি রাজ্য ফুটবল সংস্থা আইএফএ র গভর্নিং বডির সদস্য ছিলেন। রাজ্য ক্রিকেট সংস্থার কোষাধ্যক্ষ ও সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তাঁর নশ্বর দেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান তিনি।
Powered by Froala Editor