জয় দিয়েই সুপার সিক্সে তাদের অভিযান শুরু করলো ইমামী ইস্টবেঙ্গল ক্লাব। বৃহস্পতিবার ঘরের মাঠে তারা ৪-১ গোলে হারালো ক্যালকাটা কাস্টমস ক্লাব কে।
ম্যাচের শুরুতে অবশ্য রবি হাঁসদার গোলে এগিয়ে যায় কাস্টমস। তার পরই খেলায় ফেরে ইস্টবেঙ্গল। লাল হলুদের হয়ে গোল করেন শ্যামল বেসরা, পি ভি বিষ্ণু দুটি ও আদিল অমল। এই জয়ের ফলে খেতাবের লড়াইয়ে এগিয়ে গেলো ইস্টবেঙ্গল।
Powered by Froala Editor