Search

Suggested keywords:

ফাইনালে মুখোমুখি ইন্ডিয়া ক্লাব ও মতুয়া ফুটবল ফাউন্ডেশন

ফাইনালে মুখোমুখি ইন্ডিয়া ক্লাব ও মতুয়া ফুটবল ফাউন্ডেশন

কলকাতা ফুটবল লিগের পঞ্চম ডিভিশন গ্রুপ বি’এর ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া ক্লাব ও মতুয়া ফুটবল ফাউন্ডেশন। শনিবার সেমিফাইনালে বাটা মাঠে ইন্ডিয়া ক্লাব টাইব্রেকারে ৪-‍‌‍‌৩ গোলে হারাল ফ্যাশন জোন হৃষিকেশ পার্ক ইনস্টিটিউটকে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১। ইন্ডিয়া ক্লাবের হয়ে গোলটি করেন রুদ্র তরফদার। অন্যদিকে হৃষিকেশ পার্কের গোলটি অনিমেষ বাস্ফোরের। 

অন্য ম্যাচে ভবানীপুর মাঠে মতুয়া ফুটবল ফাউন্ডেশন ‍‌‍‌৩-২ গোলে মির্জাপুর ইউনিয়নকে হারিয়ে ফাইনালে উঠল।  বিজয়ী দলের পক্ষে সালমান শেখ দু’টি ও রূপম দাস গোল করেন। অন্যদিকে মির্জাপুর ইউনিয়নের পক্ষে গোল দু’টি করেন লিপটন রায় ও তনয় অধিকারী। 

Powered by Froala Editor