Search

Suggested keywords:

জিতল বেনিয়াটোলা ক্লাব ও গ্রীন পার্ক স্পোর্টস ক্লাব

জিতল বেনিয়াটোলা ক্লাব ও গ্রীন পার্ক স্পোর্টস ক্লাব

পঞ্চম ডিভিশন গ্রুপ এ র খেলা শুরু হয়ে গিয়েছে। শুক্রবার ময়দানে এই ডিভিশনের চারটি ম্যাচ ছিল। রেঞ্জার্স মাঠে বেনিয়াটোলা ক্লাব ৩ -২ গোলে হারায় ফেডারেশন ক্লাবকে। বেনিয়াটোলা ক্লাবের হয়ে গোল করেন অজয় মুর্মু,গোপাল মজুমদার ও সূর্য সরকার,অন্য দিকে ফেডারেশন ক্লাবের পক্ষে ঋতম আদক ও অনীক টুডু গোল করেন।ওয়াই এম সি এ মাঠে গ্রীন পার্ক স্পোর্টস ক্লাব ২ -১ গোলে সুভাষদীপ এস সি কে ২ - ১ গোলে হারালো। গ্রীন পার্কের হয়ে দুটি গোল করেন মাসুম আলি ও শেখ মোমিন, সুভাষ দ্বীপের হয়ে একমাত্র গোলটি পবিত্র মন্ডলের।

পুলিশ মাঠে হোয়াইট বর্ডার ও মার্কাস এস সি র মধ্যে খেলাটি ২ -২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। হোয়াইট বর্ডারের হয়ে রুপম হালদার জোড়া গোল করেন,অন্যদিকে মার্কাস এস সির হয়ে গোল করেন বিভীষণ বাসকে ও দীপঙ্কর দাস।

বিজি প্রেস মাঠে তারা ফ্রেন্ডস ও ক্যালকাটা ইউনাইটেডের মধ্যে খেলাটি ২ -২ গোলে ড্র হয়। তারা ফ্রেন্ডস এর দুটি গোল তামিম মোল্লা ও রনি মোল্লা এবং ক্যালকাটা ইউনাইটেডের হয়ে জোড়া গোল স্নেহাশীষ দাসের।

Powered by Froala Editor