Search

Suggested keywords:

রূপকথার ফুটবেল স্পেন আর আর্জেন্টিনা

রূপকথার ফুটবেল স্পেন আর আর্জেন্টিনা

বিশ্বকাপ ফুটবলের পেরই ফুটবলপ্রেমীরা কোপা আমেরিকা আর ইউরো কাপের আকাশের দিকে তাকিয়ে থাকেন। স্বপ্নের আকাশে কারা ডানা মেলবে সেই আশায়। আর এবারে ইউরো ও কোপা আমেরিকা ফুটবলের দারুন মেলবন্ধন। ফুটবলের রাজপথে দুই প্রান্তে ঝলমল করে উঠল ইউরো কাপে চ্যাম্পিয়ন স্পেন আর কোপা আমেরিকা ফুটবলে খেতাব জয়ী আর্জেন্টিনা দল।  জয়ী ফুটবলাররা ডানা মেলে ধরলেন জয়ের আনন্দে। ফুটবলের রণক্ষেত্রে বাজিমাত করার প্রতিজ্ঞায় সেরা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কুশীলবরা। টানটান উত্তেজনায় ও রুদ্ধশ্বাস লড়াইয়ে মেতে ওঠেন ফুটবলাররা।

ইউরো কাপের শ্বাসরুদ্ধ ফাইনাল খেলায় সম্মুখ সমরে স্পেন আর ইংল্যান্ড। দুই দলে এক ঝাঁক তরুণ ফুটবলারদের দাপট। তাইতো বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম অন্য চেহারা নিল। একদিকে তরুণ ফুটবলার লামিনে ইয়ামালদের ঝলসে ওঠা। আর অন্যদিকে জুড বেলিংহামের আস্ফালন। তাই খেলার প্রতিটা মুহূর্ত চাপের মধ্যে থাকা। তারপরে আবার নিকো উইলিয়ামস ও দানি ওলমোদর চ্যালেঞ্জ ফুল ফোডেন ও বুকায়ো সাকার। স্পেনের ছন্দময় ফুটবলের কাছে ইংল্যান্ডের দুরন্ত ফুটবল সেইভাবে কথা বলতে পারেনি তাই ইংল্যান্ড দল ডানা ঝাপটালেও  বড় জায়গা পায়নি স্পেনের কৌশলের কাছে। এক কথায় বলা যায় স্পেন শাসন করেছে ফাইনালে। যার দলে গ্যারেথ সাউথগেটের মগজাস্ত্র ভোঁতা হয়ে গেছে স্পেনের কোচ লুইস দেলা ফুয়েন্তের গোপন ছকে। তাই স্পেনের ফুটবলাররা দ্বিতীয় পর্বে খেলায় ধারা একেবারে বদলে দিয়ে নিকো উইলিয়ামস গোল করে দলকে এগিয়ে দেন। আর এই গোল করার জন্যে বড় ভূমিকা নিয়েছিলেন ইয়ামাল। পিছিয়ে থেকে ইংল্যান্ড আক্রমণের ঝড় তুলে স্পেনের দুর্গে হানা দিতে থাকে। পরিবর্ত খেলোয়াড় কোল পামার মাঠে নেমেই গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। তারপরেই খেলা জমে ওঠে আক্রমণ ও পাল্টা আক্রমণে। খেলায় শেষ মুহূর্তে স্পেনের আক্রমণে কিছুটা বেসামাল হয়ে যায় ইংল্যান্ডের রক্ষণভাগ। সেই সুযোগে মার্ক কুকুরেয়া ছবির মতন গোল করে (২-১) স্পেনের জয়কে নিশ্চিত করে উল্লাসে সাউথ লাইনের ধারে দৌড়ে গিয়ে উড়ন্ত অভিনন্দনে স্নান করে নেন। ১২ বছরের অধরা ইচ্ছা সার্থকরূপ নিল। স্পেন চারবার ইউরো কাপ জিতে স্পেন জয়ের পতাকা উড়িয়ে দিল আকাশে। 

আর কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে কলম্বিয়া অনেক প্রত্যাশা নিয়ে আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ে মাঠে নেমেছিল। কিন্তু কলম্বিয়ার ফুটবলারদের কাছে বড় আতঙ্ক ছিল লিওনেল মেসি। মেসির পায়ে যাদু কখন কী করে দিতে পারে তা নিয়ে গবেষণা করেও কোনও হদিশ পাওয়া যায়নি। মেসি নামে ভীতি যে কোনও প্রতিপক্ষ দলকে ত্রাস করে থাকে। মেসি নামক আতঙ্কের কাছে সবাই যেন কেমন এলোমেলো হয়ে যায়। তবুও কলম্বিয়ার সাহসী ফুটবলাররা যেভাবে আর্জেন্টিনার মতন দাপুটে দলকে চাপে রেখে লড়াই করে গেছে—তা অবশ্যই বাহবা দিতে হবে। তাই তো নির্দিষ্ট সময়ের মধ্যে গোল পায় নি আর্জেন্টিনা। তারপরে খেলার ৬৬ মিনিটে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। লাউতারা মার্টিনেজ এবং ডি’মারিয়া আগুনের বহ্নির মতন জ্বলে ওঠেন। খেলার ১১২ মিনিটে লাউতারা মার্টিনেজের সোনার গোলে আর্জেন্টিনা খেতাব তুলে নেয় কলম্বিয়াকে হারিয়ে। টানা দু’বার কোপা আমেরিকা ফুটবলে সেরা  খেতাব তুলে নিয়ে আরও উজ্জ্বল হয়ে উঠল বিশ্বজয়ী আর্জেন্টিনা। 

Powered by Froala Editor