আইএফএ ও রাজ্য সরকারের ক্রীড়া দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত আন্ত জেলা অনূর্ধ্ব - ১৭ ফুটবলে চ্যাম্পিয়ন হল দক্ষিণ চব্বিশ পরগনা। সোমবার ইস্টবেঙ্গল- এরিয়ান মাঠে ফাইনালে তারা ৪-০ গোলে হারালো শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদ কে। বিজয়ী দলের পক্ষে শুভদীপ সর্দার হ্যাটট্রিক করেন। অন্য গোলটি শাওয়ান দেব সাউ এর। বিজয়ী দল হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনা ট্রফি ও স্মারক সহ এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার ও বিজিত শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদ ট্রফি ও স্মারক সহ ৬০,০০০ টাকা আর্থিক পুরস্কার লাভ করে। ফাইনালে মাঠে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত,কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, দিলীপ নারায়ন সাহা, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, বিশ্বজিৎ ভাদুড়ী সহ জেলা ক্রীড়া সংস্থার এক ঝাঁক কর্মকর্তা, রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, প্রশান্ত চক্রবর্তী, ফাল্গুনী দত্ত।
Powered by Froala Editor