দ্বিতীয় ডিভিশনের ম্যাচে এইচ বি ব্লক মাঠে সাদার্ন এসি ১-০ গোলে হারালো নর্থ এন্টালি ইউ টি এস কে। একমাত্র গোলটি করেন জিত অধিকারী।বিধাননগর টু মাঠে বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে হারালো গীতা ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব কে। ইয়ং বেঙ্গলের হয়ে গোল করেন প্রিয়ব্রত বিশ্বাস দুটি অপু ঘড়ুই । ইউনাইটেডের পক্ষে জোড়া গোল সোমনাথ ঘোষের। আরিয়াদহ মাঠে মৌরী এস সি ও ভিক্টোরিয়া এস সির খেলাটি গোলশূন্য শেষ হয়। গঙ্গাধরপুর মাঠে জোড়াবাগান ক্লাব ও তালতলা ইনস্টিটিউট এর মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়েছে।
Powered by Froala Editor