Search

Suggested keywords:

প্রথম ম্যাচে গোলের বন্যা ইস্টবেঙ্গলের

প্রথম ম্যাচে গোলের বন্যা ইস্টবেঙ্গলের

প্রথম ম্যাচে গোলের বন্যা দিয়েই তাদের কলকাতা ফুটবল লিগ অভিযান শুরু করলো গতবারের লিগ রানার্স ইমামি ইস্টবেঙ্গল এফসি। রবিবার ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে তারা ৭ - ১ গোলে হারালো টালিগঞ্জ অগ্রগামী কে। এদিন খেলার শুরু থেকেই প্রাধান্য ছিল কোচ বিনো জর্জের প্রশিক্ষনাধীন ইস্টবেঙ্গলের। ম্যাচের বয়স যখন ১১ মিনিট, সেই সময় শ্যামল বেসরার ডান পায়ের শটে দলকে এগিয়ে দেন ১ -০ গোলে। যদিও পরের গোল আসে কিছুটা দেরিতে। প্রথমার্ধের ৪৩ মিনিটে সি কে আমন ব্যবধান বাড়ান।  বিরতির সময় ইস্টবেঙ্গল ২ -০ গোলে এগিয়ে থাকে। বিরতির পর দ্বিতীয়ার্ধে শুরুতেই টালিগঞ্জ অগ্রগামীর সঞ্জয় শর্মা ৪৭ মিনিটে ব্যবধান কমান। এর পরই আক্রমণের ঝাঁঝ বাড়ায় লাল - হলুদের ফুটবলাররা। ম্যাচের ৬৪ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে টালিগঞ্জ অগ্রগামীর ফুটবলার রাজদীপ সরকার হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। টা থেকে গোল করেন টি কে জেসিন। এর দু মিনিটের মধ্যেই আবারও ব্যবধান বাড়ান জেসিন। পরের গোলটি আসে ৮১ মিনিটে। বাঁ দিক থেকে সায়ন ব্যানার্জির ক্রশে হেড করে বলটি জালে জড়িয়ে দেন পরিবর্ত ফুটবলার সুব্রত মুর্মু। ৮৬ মিনিটে আসে ষষ্ঠ গোল। প্রতি আক্রমণ থেকে গোল করে যান ইস্টবেঙ্গলের এন এস অনানথু। খেলার অন্তিম লগ্নে সংযোজিত সময়ে ডান দিক থেকে বিজয় মুর্মুর বাড়ানো বলে সায়ন ব্যানার্জির গোল। প্রথম ম্যাচে দলের খেলায় খুশি কোচ বিনো জর্জ। বড় ব্যবধানে জয়ে খুশি লাল - হলুদ সমর্থকেরাও।

Powered by Froala Editor