বাংলায় ভবিষ্যতে ভালো মানের একঝাঁক রেফারি তৈরীর লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ আই এফএর। শুক্রবার আই এফএ অফিসে রেফারিজ কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন আই এফএ কর্তারা। এই বৈঠকেই একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা করা হয়। একটি রেফারি অ্যাকাডেমি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য ফুটবল সংস্থার। পাশাপাশি তরুণ মেধা সম্পন্ন দের রেফারিং এর প্রতি আকৃষ্ট করার জন্য বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র ছাত্রী দের নিয়ে এ বিষয়ে সেমিনার করার ভাবনা রয়েছে আই এফএ র। এছাড়াও এক বছরের একটি রেফারিং এর কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য ফুটবল সংস্থার। এই বৈঠকে রেফারিজ কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত ,এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, সহ সচিব মহম্মদ জামাল ও সি ই ও পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়।
Powered by Froala Editor