জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক হয়ে গেল আইএফএ-তে। শনিবার এই বৈঠকে আসন্ন সুপ্রিম কাপ ইন্টার স্কুল স্টেট চ্যাম্পিয়নশিপ, আন্তঃ জেলা ফুটবলে লাইসেন্স প্রাপ্ত কোচ, জেলাগুলিতে কোচিং লাইসেন্স কোর্স করানো, জেলার পরিকাঠামো ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. সৌম্য গুহ মল্লিক, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ-সচিব বিশ্বজিৎ ভাদুড়ি, রাকেশ ঝা, মহম্মদ জামাল ও এক্সিকিউটিভ সেক্রেটারি সুফলরঞ্জন গিরি।
Powered by Froala Editor