প্রিমিয়ার ডিভিশনের খেলায় উলুবেড়িয়া স্টেডিয়ামে ওয়ারি এসি ২-১ গোলে মেসার্স ক্লাব কে হারিয়েছে। ওয়ারি এসির হয়ে গোল করেন রোনাল্ড সিং ও সান্নিক মুর্মু এবং মেসারাসের হয়ে গোল করেন সুদীপ শর্মা সরকার। বারাকপুর স্টেডিয়ামে মামনি পাঠচক্র ১-০ গোলে সাদার্ন সমিতিকে হারায়। জয়সূচক গোলটি করেন বিকাশ মুর্মু। বিধান নগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে এরিয়ান ক্লাব ২-১ গোলে খিদিরপুর এস সি কে হারায়। এরিয়ান ক্লাবের হয়ে গোল করেন শুভঙ্কর সর্দার,পলাশ ঘোষ। খিদিরপুর এসির হয়ে গোল করেন এন রাকেশ সিং।
ডায়মন্ড হারবার এফসি ৬-০ গোলে আর্মি রেড কে হারায়। নরহরি শ্রেষ্ঠা জোড়া গোল করেন। বাকি গোলগুলি আইমার অ্যাডাম,জবি জাস্টিন,শেখ আয়ান রহমান ও এল চঙ্গলাই।
নৈহাটি স্টেডিয়ামে মহামেডান ও সুরুচি সংঘের খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
Powered by Froala Editor