Search

Suggested keywords:

শুরু হয়ে গেল ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ

শুরু হয়ে গেল ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ

আইএফএ পরিচালিত ফুটসল চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেল। আটটি দলকে নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ভি আই পি রোডের স্পেস সার্কেল ক্লাবে। বৃহস্পতিবার প্রথম দিনের খেলায় মামনি আসিয়ানা পাঠচক্র ১৩-৬  গোলে হারিয়েছে অল ইন্ডিয়া এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে। ভবানীপুর এফসি ১৪-১ গোলে হারালো অ্যাডামস ইউনাইটেড এস এ কে।  কলকাতা  ইউনাইটেড  স্পোর্টস ক্লাব ১২-৩ গোলে হারিয়েছে বিধাননগর এম এস এ কে। ইউনাইটেড স্পোর্টস ক্লাব ৬-৫ গোলে হারাল খিদিরপুর স্পোর্টিং ক্লাব কে।


Powered by Froala Editor