আইএফএ পরিচালিত ফুটসল চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেল। আটটি দলকে নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ভি আই পি রোডের স্পেস সার্কেল ক্লাবে। বৃহস্পতিবার প্রথম দিনের খেলায় মামনি আসিয়ানা পাঠচক্র ১৩-৬ গোলে হারিয়েছে অল ইন্ডিয়া এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে। ভবানীপুর এফসি ১৪-১ গোলে হারালো অ্যাডামস ইউনাইটেড এস এ কে। কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব ১২-৩ গোলে হারিয়েছে বিধাননগর এম এস এ কে। ইউনাইটেড স্পোর্টস ক্লাব ৬-৫ গোলে হারাল খিদিরপুর স্পোর্টিং ক্লাব কে।
Powered by Froala Editor
Related posts
অবনমন এড়ানোর লক্ষ্যে একধাপ এগোলো ওয়ারি এসি/তৃতীয় ডিভিশনের সব ম্যাচ অমীমাংসিত
21 September, 2024
1 mins read
Anirban Roy Sarkar