প্রিমিয়ার ডিভিশনের অন্য ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে নৈহাটি স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন ২-০ গোলে ইস্টার্ন রেল এস সি কে M. Neihdial জোড়া গোল করেন।
বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স রেলওয়ে এফসি ২-১ হলে পুলিশ এসি কে হারিয়েছে। রেলের দুটি গোল করেন সারকিন আলম।পুলিশের গোলটি ফয়সাল আলি।
উলুবেড়িয়া স্টেডিয়ামে ভবানীপুর এফসি ২-০ গোলে জর্জ টেলিগ্রাফ কে হারায়। ভবানীপুর এফসির হয়ে গোল করেন আবু বাকের দিলশাদ ও শুভ ঘোষ।
Powered by Froala Editor