Search

Suggested keywords:

ইউনাইটেড স্টুডেন্টস, মুসলিম ইনস্টিটিউট, ভিক্টোরিয়া ও রাজস্থানের জয়

ইউনাইটেড স্টুডেন্টস, মুসলিম ইনস্টিটিউট, ভিক্টোরিয়া ও রাজস্থানের জয়

দ্বিতীয়  ডিভিশনের খেলায় গয়েসপুর মাঠে শেখ আনামুল হকের গোলে ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব ১-০ গোলে নর্থ এন্টালি কে হারায়।

বিধাননগর টু মাঠে  বিধাননগর এম এস এ ৩-০ গোলে হারালো তালতলা ইনস্টিটিউট কে। রবি মন্ডল,মিলন মান্ডি ও মোহন বৈরাগী গোল করেন।

ওয়াই এম সি এ মাঠে  দি মুসলিম ইনস্টিটিউট ২-০ গোলে সোনারপুর ওয়াই এম এস এ কে হারায়। মুসলিমের হয়ে সৌরভ নাগ ও প্রীতম বৈদ্যা গোল করেন।

তিহুরিয়া মাঠে  ভিক্টোরিয়া এস সি ১-০ গোলে বাঁশদ্রনি ইয়ং বেঙ্গল এস এ কে গোল করেন।

ডি এস এ মাঠে রাজস্থান ক্লাব ৩-১ গোলে হারালো কোল ইন্ডিয়া এস পি এল কে হারায়। রাজস্থানের পক্ষে গোল করেন অঙ্কন মুখার্জী,প্রীতম বিশ্বাস ও রাকেশ গায়েন। কোল ইন্ডিয়ার গোলটি করেন ইয়াজুল মন্ডল।


টাউন মাঠে রামকৃষ্ণ এস সি  ও  জ্যোতির্ময় এসির মধ্যে খেলাটি গোলশূন্য শেষ হয়।

বিজি প্রেস মাঠে সাদার্ন এসি ও মৌরী এসসি র মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়।

 আরিয়াদহ মাঠে জোড়াবাগান ক্লাব ও জানবাজার এসির খেলাটি গোলশূন্য ড্র হয়।

Powered by Froala Editor