Search

Suggested keywords:

প্রথম ম্যাচে দুরন্ত জয় বাংলার

প্রথম ম্যাচে দুরন্ত জয় বাংলার

বাছাই পর্বের প্রথম ম্যাচেই দুরন্ত জয় পেল বাংলা। শনিবার কল্যানী স্টেডিয়ামে ঝাড়খণ্ড কে ৪-০ গোলে হারালো তারা। প্রথমার্ধের সংযোজিত সময়ে মনতোষ মাঝির গোলে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রবি হাঁসদা। এর অল্প সময়ের মধ্যে রবি হাঁসদা তাঁর দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান বাংলার। খেলার শেষ দিকে দলের পক্ষে তৃতীয় গোল করেন নরহরি শ্রেষ্ঠা। এর আগে গ্রুপ লিগের প্রথম খেলায়  বিহার  ২-১ গোলে হারালো উত্তর প্রদেশকে। বাংলার পরের খেলা সোমবার  উত্তর প্রদেশের বিরুদ্ধে।।

প্রথম ম্যাচে জয়ে খুশি দলের কোচ সঞ্জয় সেন। তিনি জানালেন, প্রথম ম্যাচে জয়টা খুব ভালো দিক।  অনেক গুলো গোলের পাশাপাশি গোলের সুযোগ তৈরি হয়েছে।

এদিন বাংলার প্রথম ম্যাচ দেখতে কল্যানী স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আই এফ এর গভর্নিং বডির সদস্যরা, বিভিন্ন কমিটির সদস্যরা বাংলা দল কে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন।


Powered by Froala Editor