শুক্রবার ১৬ ই আগস্ট। ফুটবল প্রেমী দিবস উপলক্ষ্যে আইএফএ ও ভলেন্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ৪৪ তম রক্তদান শিবিরে কলকাতা ও জেলার বিভিন্ন কেন্দ্রে ১০৮৫ জন রক্তদান করেন। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও যেভাবে রক্তদাতারা স্বত: স্ফূর্ত ভাবে এই শিবিরে অংশ নিয়েছেন। আইএফএ সচিব অনির্বাণ দত্ত রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক দেবাশীষ কুমার, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশের সভাপতি স্বপন বন্দোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, বিকাশ পাজি, সুমিত মুখার্জী, গৌতম ঘোষ , দীপেন্দু বিশ্বাস ,অমিত ভদ্র, জামশেদ নাসিরী ,শিশির ঘোষ, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, সিএ বি সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলী, বিও এ সচিব জহর দাস উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী উপস্থিত ছিলেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ছাড়াও বাংলার বিভিন্ন জেলায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
Powered by Froala Editor