লিগের খেতাব দখলের লড়াইয়ে ভবানীপুর ক্লাবের সঙ্গে ড্র করে একটু পিছিয়ে পড়ল হারবার এফসি। বুধবার নৈহাটি স্টেডিয়ামে খেলায় দ্বিতীয়ার্ধে নরহরি শ্রেষ্ঠার গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার এফসি। কিন্তু শেষ লগ্নে জিতেন মুর্মুর গোলে সমতায় ফেরে ডায়মন্ড হারবার। দুপক্ষই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও গোল সংখ্যা আর বাড়েনি।
Powered by Froala Editor