প্রথম ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামে উয়াড়ি এসির বিরুদ্ধে দুরন্ত জয়। আধ ডজন গোল করেছিল মহমেডান স্পোর্টিং ফুটবলাররা। তাই প্রত্যাশা বেড়েছিল অগণিত সাদা কালো সমর্থকদের। সোমবার কিন্তু নিজের ঘরের মাঠে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে গোল শূন্য ভাবে শেষ করল তারা। সোমবার সাদা মাটা ফুটবল খেলল মহমেডানের ফুটবলাররা। প্রথমার্ধে তন্ময়দের দেখে অত্যন্ত অগোছাল বলে মনে হয়েছে। তাদের পরিকল্পনাহীন ফুটবল খিদিরপুর রক্ষণে কোনও ভীতির সঞ্চার করতে পারেনি। অপর দিকে প্রথম ম্যাচে মেসারার্স ক্লাবকে ১-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মহমেডানের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে পড়েও কিন্তু খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবলারাও যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছেন। প্রথমার্ধ গোল-শূন্য অবস্থায় শেষ হয়।
খিদিরপুর ভালো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে তারাও রক্ষণাত্মক খোলসে ঢুকে যায়। ফলে দ্বিতীয়ার্ধের ম্যাচ অত্যন্ত সাদা-মাটা খেলায় পরিণত হয়। নিজেদের মাঠে দিশাহীন ফুটবল উপহার দেওয়াতে সমর্থকরাও বিমর্ষ। এই ড্র এর ফলে লিগের লড়াইয়ে দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারাল গতবারের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং ক্লাব।
Powered by Froala Editor