Search

Suggested keywords:

শুরু হতে চলেছে কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বি এর খেলা

শুরু হতে চলেছে কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বি এর খেলা

কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বি এর খেলার গ্রুপ বিন্যাস ও ক্রীড়া সূচী তৈরি হল। বুধবার আই এফ এ অফিসে প্রিমিয়ার বি তে অংশ নেওয়া দলগুলির প্রতিনিধিদের উপস্থিতি তে লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস করা হয়। ষোলটি দল কে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এই দুটি গ্রুপের শীর্ষে থাকা চারটি করে আট টি দল নক আউট পর্যায়ে খেলবে। প্রিমিয়ার বি এর চ্যাম্পিয়ন ও রানার্স দুটি দল প্রিমিয়ার এ তে উন্নীত হবে।ম্যাচে দুজন করে অনূর্ধ্ব -১৭ ফুটবলারের পরিবর্তে তিন জন করে অনূর্ধ্ব -১৭ ফুটবলার খেলানো বাধ্যতামূলক করা হয়েছে। সম্ভবত, আগামী ৮ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এই বৈঠকে ক্লাবের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি দিলীপ নারায়ন সাহা, সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।

Powered by Froala Editor