Search

Suggested keywords:

আইএফএর স্টলে চাঁদের হাট

আইএফএর স্টলে চাঁদের হাট

বইমেলায় জন জোয়ার আইএফএর স্টলে। প্রথমবার কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় আইএফএর উপস্থিতি। আর এই স্টল কে কেন্দ্র করে চাঁদের হাট নেমে এসেছে। শনিবার আইএফএর   স্টলে উপস্থিত ছিলেন ময়দানের সবুজ তোতা জোসে র‍্যামিরেজ  ব্যারেটো। একদা  সবুজ মেরুণের প্রাণ ভোমরা এই ফুটবলার উপস্থিত হয়ে দর্শকদের সঙ্গে আলাপচারিতায় নিজের ফুটবল জীবন তুলে ধরেন। ফুটবল কুইজে সফল উত্তরদাতা কে শনিবারের মোহনবাগান মহামেডান স্পোর্টিং আই এস এল ম্যাচের ভি আই পি টিকিট পুরস্কার হিসেবে দেন। সেই টিকিটও ছিল তাঁর সাক্ষরিত।  আইএফএ স্টলে নিজের সাক্ষরিত বল রেখে যান প্রাক্তন এই ব্রাজিলীয়  ফুটবলার। এছাড়াও উপস্থিতি ছিল প্রাক্তন ফুটবলার, বিধায়ক বিদেশ বসু, কম্পটন দত্ত, অমিত ভদ্র। এছাড়া ছিল জমজমাট ফুটবল কুইজের আসর। সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর প্রাণবন্ত সঞ্চালনায় যা হয়ে উঠে উপভোগ্য। আগামীকাল স্টলে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আর জে রয়ের শব্দ নিয়ে খেলা শব্দবাজি এবং ফুটবল কুইজ নিয়ে হাজির থাকবেন ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। থাকছে পেনাল্টি শুট আউট প্রতিযোগিতা এবং আকর্ষণীয় পুরস্কার সব মিলিয়ে ফুটবলের জমজমাট প্যাকেজ।


Powered by Froala Editor