সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্যালকাটা কাস্টমস ক্লাবের কাছে হারল গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব। রবিবার নৈহাটি স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস ক্লাব ২-১ গোলে হারালো মহামেডান কে। প্রথমার্ধে রবি হাঁসদা ও উজ্বল হাওলাদারের গোলে এগিয়ে ছিল কাস্টমস। দ্বিতীয়ার্ধে সুরজ রাজভর মহমেডানের হয়ে গোল করে ব্যবধান কমান।
প্রথম ডিভিশনের খেলায় রানাঘাট স্টেডিয়ামে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এস সি ইয়ং কর্নারের মধ্যে খেলাটি গোলশূন্য শেষ হয়।
Powered by Froala Editor