দ্বিতীয় ডিভিশনের খেলায় আরিয়াদহ মাঠে বাঁশদ্রনি ইয়ং বেঙ্গল এস এ ১-০ গোলে হারালো রামকৃষ্ণ এস সি কে। একমাত্র গোলটি আপু ঘড়ুই এর।
গয়েশপুরে সোনারপুর ওয়াই এম এস এ ১-০ গোলে হারালো সাদার্ন এসি কে। জয় সূচক গোলটি রাকেশ মালির।
তৃতীয় ডিভিশনের খেলায় কাশিপুর সরস্বতী ক্লাব ৩-১ গোলে ক্যালকাটা জিমখানাকে হারায়। কাশিপুরের হয়ে ঋধি আগরওয়াল দুটি ও সোমনাথ ব্যানার্জী গোল করেন।
পঞ্চম ডিভিশনের খেলায় হাই কোর্ট মাঠে বেঙ্গল স্পোর্টিং ক্লাব ৮-১ গোলে হারালো অরুণোদয় ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে অবিনাশ ঘোষ তিনটি,ইরফান আলি দুটি,সৈকত দাস দুটি ও সুশোভন সূত্রধর গোল করেন। তালতলা মাঠে ন্যাশনাল এসি ১-০ গোলে ওয়াই এম এস এ ( চৌরঙ্গী) কে হারায়। একমাত্র গোলটি রিতম মুর্মুর।
ওয়াই এম সি এ মাঠে বি ওয়াই এস এভারগ্রীন ক্লাব ১-০ গোলে হারালো বেলেঘাটা বালক বৃন্দ কে। জয়সূচক গোলটি রনি দাসের।
Powered by Froala Editor