মঙ্গলবার তৃতীয় ডিভিশনের খেলায় তালতলা মাঠে গরলগাছা এস সি ১-০ গোলে আমুজি কাশিপুর সরস্বতী ক্লাব কে হারিয়েছে। জয় সূচক গোলটি পার্থ হাঁসদার। গঙ্গাধরপুর মাঠে কালীঘাট ক্লাব ২-০ গোলে হারালো ক্যালকাটা জিমখানা কে। তৃতীয় ডিভিশনের অন্য দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
চতুর্থ ডিভিশনে দক্ষিণ কলকাতা সংসদের বিরুদ্ধে ওয়াক ওভার পেয়েছে পেয়ারাবাগান এফ সি সি। অন্য তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
Powered by Froala Editor