Search

Suggested keywords:

প্রথম ডিভিশনের বেশীরভাগ খেলাই অমীমাংসিত

প্রথম ডিভিশনের বেশীরভাগ খেলাই অমীমাংসিত

প্রথম ডিভিশনের খেলায় বারাকপুর স্টেডিয়ামে ডালহৌসি এসি ১-০ গোলে অ্যাডামস ইউনাইটেড এস এ কে হারায়। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন রাজা দাস।

কল্যানী বি ৩ মাঠে বেলঘরিয়া এসি ও ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এর খেলাটি গোলশূন্য শেষ হয়।

কল্যানী স্টেডিয়ামে শ্রীভূমি এফসি ১-০ গোলে  সেল কে হারায়। জয় সূচক গোলটি করেন সফিক আলি গায়েন।

রানাঘাট মিউনিসিপ্যাল স্টেডিয়ামে বরিশা স্পোর্টিং ও ইয়ংস কর্নারের খেলাটি ১-১ গোলে শেষ হয়। বরিশার হয়ে গোল করেন সম্রাট হালদার ও ইয়ংস কর্নারের গোলটি স্বর্ণ মুর্মুর।

কাঁকিনাড়া  নারায়নপুর ইউনাইটেড মাঠে মিলন বীথি ও বি এন আর আর সি এর ১-১ গোলে শেষ হয়। মিলন বীথির পক্ষে গোল করেন শৌভিক বিশ্বাস ও  বি এন আর এর গোলটি সুব্রত সরকারের।চুঁচুড়া ইস্টার্ন মাঠে বেঙ্গল ফুটবল আকাদেমি ও অনুশীলনীর খেলাটি ১-১ গোলে ড্র হয়। বেঙ্গল ফুটবল আকাদেমির হয়ে সোমনাথ হেমব্রম ও অনুশীলনীর হয়ে বিনোদ সোরেন গোল করেন।


দ্বিতীয় ডিভিশনের দুটি খেলাই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।


Powered by Froala Editor