পঞ্চম ডিভিশনের খেলায় আই বি এ সি টাইব্রেকারে ৪-১ গোলে হারালো শিবপুর ইনস্টিটিউট কে। আমরা কথা বলেছিলাম আই বি এসি র কোচের সঙ্গে।
তালতলা মাঠে ন্যাশনাল এসি টাই ব্রেকারে ৫-৪ গোলে তারা ফ্রেন্ডস কে হারায়। জয়ের পর বিজয়ী দলের গোলকিপার ও গোলদাতা কি জানালেন
টাউন মাঠে পাঞ্জাব স্পোর্টস ক্লাব ৪-২ গোলের ব্যবধানে জিতল গার্ডেনরিচ এসির বিরুদ্ধে। পাঞ্জাবের হয়ে হেমাল মান্ডি হ্যাটট্রিক করেন। অন্য গোলটি প্রীতম মান্ডির। গার্ডেনরিচের রুপম দাস ও রাজেশ সর্দার গোল করেন। গোলদাতারা কি জানালেন একবার দেখে নেব
বিধাননগর টু মাঠে বি ওয়াই এস এভারগ্রীন ক্লাব ৬-০ গোলে হারালো বেনিয়াটোলা ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে রনি দাস দুটি, সুরজ উদ্দিন মন্ডল দুটি আরিয়ান লস্কর ও সুজন গায়েন গোল করেন।
ম্যাচের গোলদাতারা কি বলছেন একবার দেখে নিই
Powered by Froala Editor