পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় বুধবার হাইকোর্ট মাঠে কালীঘাট মিলনী ক্লাব ৩-০ গোলে সাউথ ফ্লোক ক্লাবকে হারায়। কালীঘাটের পক্ষে সুজয় বাসফোর, শান্তনু রায় ও ভীমপ্রসাদ পাহান গোল করেন। টাউন মাঠে ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব ৬-১ গোলে হারালো দর্জিপাড়া এম এস কে। বিজয়ী দলের হয়ে সৌরভ মিস্ত্রি, শুভঙ্কর বিশ্বাস, বিক্রম মালি, আদিত্য রায়, রমজান মন্ডল ও সায়ন্তন মুখার্জী গোল করেন। অন্য দিকে দর্জিপাড়ার হয়ে গোলটি সলিল মান্ডির। বিজি প্রেস মাঠে গার্ডেনরিচ এসি ও শ্যামবাজার ক্লাবের খেলাটি ১-১ গোলে শেষ হয় । গার্ডেনরিচ এর হয়ে রুপম দাস ও শ্যামবাজার এর হয়ে গোল করেন সৌমিক মন্ডল। তালতলা মাঠে বালিগঞ্জ ইনস্টিটিউট ক্যালকাটা এসির বিরুদ্ধে ওয়াক ওভার পায়।
Powered by Froala Editor