প্রথম ডিভিশনের খেলায় মাকরদহ মাঠে শ্রীভূমি এফসি ও বড়িশা স্পোর্টিং এর খেলাটি ১-১ গোলে শেষ হয়। শ্রীভূমির কুণাল ঘোষ ও বড়িশার ইন্দ্রনীল সাহা গোল করেন।
বিধাননগর এম এস সি মাঠে ইউনাইটেড কলকাতা এস সি ৩-০ গোলে হারালো ঐক্য সম্মিলনী কে। বিজয়ী দলের পক্ষে রাহুল ভিপি দুটি ও শ্রীমন্ত কিসকু গোল করেন।
রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অ্যাডামস ইউনাইটেড এস এ ১-০ গোলে হারালো দি সিটি এসি কে। জয়সূচক গোলটি করেন মিংমা শেরপা।
Powered by Froala Editor