আই এফ এ পরিচালিত আসন্ন ফুটসল টুর্নামেন্ট শুরুর আগে প্রতিযোগী দলগুলিকে ফুট সলের নিয়মকানুন সম্পর্কে অবহিত করতে এক ওয়ার্কশপের উদ্যোগ নিল আইএফএ। বৃহস্পতিবার আইএফএ অফিসে এই ওয়ার্কশপে প্রতিযোগী দলগুলিকে ফুটসলের নিয়ম কানুন সম্পর্কে অবহিত করেন এবং তাঁদের খুঁটিনাটি প্রশ্নের উত্তর দেন জোনাল রেফারি ডেভেলপমেন্ট অফিসার পীযূষ বিশ্বাস। প্রতিযোগী দলগুলির প্রতিনিধিরা আইএফএর এই উদ্যোগে খুশি। তাঁদের বক্তব্য, এই ওয়ার্কশপ তাদের ফুটসল সম্পর্কে সমৃদ্ধ করেছে।
Powered by Froala Editor