প্রিমিয়র ডিভিশনে বড় জয় পেল ক্যালকাটা কাস্টমস ক্লাব। রবিবার চুঁচুড়া স্টেডিয়ামে তারা ৫-১ গোলে হারালো টালিগঞ্জ অগ্রগামী কে হারায়। কাস্টমসের পক্ষে ডেভিড দুটি, রবি হাঁসদা দুটি ও উজ্জ্বল হাওলাদার গোল করেন। টালিগঞ্জ এর গোলটি অভিনব বাগের।
উলুবেড়িয়া স্টেডিয়ামে ক্যালকাটা পুলিশ ক্লাব কৌশিক গোয়ালার গোলে ১-০ গোলে রেলওয়ে এফ সি কে হারায়।
Powered by Froala Editor
Related posts
চ্যাম্পিয়নশিপ রাউন্ডে জয় ইউনাইটেড কলকাতা, শ্রীভূমী ও বি এন আরের
4 November, 2024
1 mins read
Anirban Roy Sarkar