আগামী কাল শনিবার দুপুরে কল্যানী স্টেডিয়ামে সন্তোষ ট্রফির বাছাই পর্বে প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে নামছে বাংলা। তার আগে আজ সকালে শেষ অনুশীলন করলো বাংলার ফুটবলাররা। কোচ সঞ্জয় সেন ফুটবলারদের অতিরিক্ত চাপ না নিয়ে মনোসংযোগ করার ওপর জোর দিচ্ছেন।
জিতল বি এন আর, ড্র ইউনাইটেড ও সিটির
শুক্রবার কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় উলুবেড়িয়া স্টেডিয়ামে বি এন আর রিক্রিয়েশন ক্লাব ২-১ গোলে মহামেডান এ সি কে হারায়। বি এন আরের হয়ে গোল করেন শুভজিৎ হাজরা ও অমিত সর্দার। মহামেডান এসির একমাত্র গোলটি গোবিন্দ সর্দারের।
ব্যারাকপুরের বিভূতি ভূষণ স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতা এস সি ও দি সিটি এসির খেলাটি ২-২ গোলে ড্র হয়। ইউনাইটেডের হয়ে সোমনাথ দে ও রাহুল ভি পি গোল করেন,অন্যদিকে সিটির দুটি গোল করেন অভীক ওরাও এবং অনুপ সিং।
Powered by Froala Editor