Search

Suggested keywords:

জিতল ইউনাইটেড, আর্মি রেড

জিতল ইউনাইটেড, আর্মি রেড

প্রিমিয়র ডিভিশনের খেলায় সোমবার কল্যাণী স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ২-১ গোলে এরিয়ান ক্লাবকে হারিয়েছে। প্রথম ম্যাচে ডায়মন্ড হারবার এফসি’র কাছে হারার পর দ্বিতীয় ম্যাচেই জয়ের রাস্তায় ফিরল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। উলুবেড়িয়া স্টেডিয়ামে  আর্মি রেড ২-১ গোলে মেসারার্স ক্লাবকে হারায়। 

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সুরুচি সংঘ ও সার্দান সমিতির খেলা গোল-শূন্য ভাবে শেষ হয়েছে। বিধাননগর স্পোর্টস কমপ্লেক্স মাঠে মামনি গ্রুপ পাঠচক্র ও বি এস এস স্পোর্টিং ক্লাবের খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। অন্যদিকে চুঁচুড়া স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘ  ও ওয়াড়ি অ্যাথলেটিক ক্লাবের মধ্যে খেলাটিও ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।

Powered by Froala Editor