Search

Suggested keywords:

প্রথম ডিভিশনে বড় জয় ইউনাইটেড কলকাতার

প্রথম ডিভিশনে বড় জয় ইউনাইটেড কলকাতার

সোমবার প্রথম ডিভিশনের খেলায় বাঁশবেড়িয়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে সুবারবান ক্লাব ৩- ১ গোলে হারালো ক্যালকাটা ফুটবল ক্লাব কে। বিজয়ী দলের পক্ষে সুকান্ত দাস,রাজদীপ সাহা ও অর্ণব নিয়োগী গোল করেন।

রানাঘাট মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতা এস সি ৪-০ গোলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস সি কে হারায়। ইউনাইটেডের হয়ে সোমনাথ দাস দুটি,শ্রীমন্ত  কিসকু  ও রাহুল দোয়াড়ি গোল করেন।এই ডিভিশনের অন্য দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

দ্বিতীয় ডিভিশনের খেলায় গয়েশপুরে জ্যোতির্ময় এসি ৩-০ গোলে দি মুসলিম ইনস্টিটিউট কে হারায়। বিজয়ী দলের পক্ষে দীপঙ্কর খান দুটি ও সুমিত মুখিয়া গোল করেন।

তৃতীয় ডিভিশনের খেলায় দেশবন্ধু পার্ক ওভাল মাঠে  গরলগাছা এস সি ১-০ গোলে হারালো গ্রীয়ার এস সি কে। একমাত্র গোলটি শাহকত হাঁসদার।

Powered by Froala Editor