Search

Suggested keywords:

রেফারিং এর উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ আইএফএ র

রেফারিং এর উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ আইএফএ র

রেফারিং নিয়ে বিতর্ক কলকাতা মাঠে নতুন বিষয় নয়, প্রায়ই গোলের সিদ্ধান্ত, অফ সাইড নিয়ে বিতর্ক ময়দানের আনাচে  শুনতে পাওয়া যায়। এই সব বিতর্ক দুর করতে ও একই সঙ্গে রেফারিং এর মান উন্নত করতে বড় পদক্ষেপ নিল আইএফএ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহায়তায় আধুনিক প্রযুক্তির সাহায্য নিতে চলেছে রাজ্য ফুটবল সংস্থা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে আইএফএ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সংক্রান্ত ঘোষণা করা হয়। দীর্ঘ চার মাস ধরে গনবেষণার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্ররা এক সফট ওয়ার তৈরী করেছেন যার ফলে বল গোল লাইন অতিক্রম করেছে কিনা, তা নির্ণয় করা সম্ভব হবে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, চলতি কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সে পরীক্ষা মূলক  ভিত্তিতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। এই প্রযুক্তি সফল হলে আগামী দিনে শুধুমাত্র গোলের সিদ্ধান্তের ক্ষেত্রেই নয়, অফ সাইড, পেনাল্টির মতো বিতর্কিত বিষয়েও এই প্রযুক্তির সাহায্য নেওয়া হতে পারে। এই প্রযুক্তির ব্যয় অত্যন্ত কম। আইএফএ সচিব জানান ভারতে প্রথম ফুটবলের ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার করা হতে চলেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রযুক্তির নাম দেওয়া হয়েছে আর্ট(অ্যাডভ্যান্স রেফারিং টেকনোলজি)।  এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিদ্ধার্থ গুপ্ত, অধ্যাপক অমিতাভ দত্ত, প্রণবেশ মন্ডল, রাজীব বন্দোপাধ্যায়।

Powered by Froala Editor