প্রতিপক্ষ ছত্তিশগড় কে ১০ -০ র বিশাল ব্যবধানে হারিয়ে সাব জুনিয়র জাতীয় ফুটবলে সেমিফাইনালে পৌঁছল বাংলার মেয়েরা। শনিবার সকালে বহরমপুর স্টেডিয়ামে বাংলার পক্ষে মালিতা মুন্ডা, মৌসুমী খাতুন ও অন্তরা দোলুই তিনটি করে গোল করেন। অন্য গোলটি সুপ্রিয়া হালদারের। মিনতি রায়ের প্রশিক্ষণে বাংলার মেয়েরা এর আগে দিল্লি ও অসম কে হারিয়েছিল। এদিনের জয়ের ফলে সেমি ফাইনালে পৌঁছল বাংলা। সোমবার সেমিফাইনালে বাংলা মণিপুরের বিরুদ্ধে খেলবে।
Powered by Froala Editor